ইউনুস হইতেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সেই সরকার তিন বা ছয়মাসের ভেতরে একটা ইলেকশন দেবে, ইলেকশন পরে দেশ চালাবে নির্বাচিত দল। আপাতদৃষ্টিতে সেটা হচ্ছে বিএনপি।
তিনি ছয়মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, থাকলে সেটাকে চ্যালেঞ্জ করা হবে।
উনার নিজের দল নাই, দল গঠন করে নির্বাচনে গেলে আর বিজয়ী হলে সেই বিজয় প্রশ্নবিদ্ধ হবে, কারণ নির্বাচন হবে উনার অধীনে, বিএনপিই সেই বিজয় মানবে না, আবার লাগা আন্দোলন ।
সো ইউনুস সর্বোচ্চ ছয়মাস ক্ষমতায় আছেন, এই ছয়মাসে উনি কতটুকু করতে পারবেন তা সময় বলে দিবে। সো উনাকে নিয়া খুব বেশি উচ্চাকাঙ্খা না রাখাই উত্তম।
উনি ছয়মাসের রাস্ট্রপ্রধান, সেটা সাতে গেলেই স্বৈরাচার ট্যাগ খাবেন।
এখন উনার ক্ষমতাগ্রহনের প্রক্রিয়া সাংবিধানিকভাবে অবৈধ (as far as i know, correct me if im wrong). অনির্বাচিত কাউকে ক্ষমতায় আসার পথ বন্ধ । পরবর্তীতে যে দল ক্ষমতায় আসবে তারা সংবিধান সংশোধন করবে আর উনাকে ইন্ডেমনিটি তথা বৈধতা দেবে। এখন এমন কেউ যদি ক্ষমতায় আসে যে উনাকে পছন্দ করে না তাহলে সে চাইলে ইউনুসকে জেলেও ভরতে পারে। সো ইউনুস কারো শত্রু হতে চাইবেন না। তিনি দেবেন একটা নিরপেক্ষ নির্বাচন। বিএনপি ক্ষমতায় আসবে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৬