নশ্বরের পরমপ্রেম
হে পরম প্রিয়, আমার হৃদয়
তোমারর প্রেমের ছন্দে স্পন্দিত হয়,
আসমান হতে তোমার করুণার
মাধুর্যে আমি নিমজ্জিত।
তোমার ঐশ্বরিক উপস্থিতি
আমাকে দেয় পরমানন্দ,
আনন্দে পূর্ণ করে তোমার ভালবাসা
আবৃত করে আমায় স্নিগ্ধ আলো।
তুমি আলোর উৎস,
আর আমি পতঙ্গ,
তোমার আলোর টানে
আমার চিরতরে হারিয়ে যাওয়া।
তোমার ভালবাসা এমন এক শিখা... বাকিটুকু পড়ুন

