হে পরম প্রিয়, আমার হৃদয়
তোমারর প্রেমের ছন্দে স্পন্দিত হয়,
আসমান হতে তোমার করুণার
মাধুর্যে আমি নিমজ্জিত।
তোমার ঐশ্বরিক উপস্থিতি
আমাকে দেয় পরমানন্দ,
আনন্দে পূর্ণ করে তোমার ভালবাসা
আবৃত করে আমায় স্নিগ্ধ আলো।
তুমি আলোর উৎস,
আর আমি পতঙ্গ,
তোমার আলোর টানে
আমার চিরতরে হারিয়ে যাওয়া।
তোমার ভালবাসা এমন এক শিখা
যা কখনই নিভে যায় না,
এই শিখা আমার অহংকার, আমিত্ব, আমায়,
ভয় এবং আমার ছায়াগুলিকে পুড়িয়ে দেয়।
তোমার ঐশ্বরিক আলিঙ্গনের পরমানন্দে হারাই,
তোমার প্রেম ও অনুগ্রহে দ্রবীভূত হই।
তুমি পবিত্রতার উৎস,
আমার হৃদয়ের প্রিয়,
আমার অনন্ত অস্তিত্বের কারণ,
আমার প্রতিটি অঙ্গ আমার আত্মা
তোমার জন্য আকুল,
তোমার স্পর্শের জন্য ব্যকুল,
ব্যকুলতার আগুনে পুড়ে প্রতিক্ষণ পুড়ে যাওয়া।
আমি শুধু বিন্দুবৎ ফোঁটা
তোমার ভালবাসার বিশাল সাগরে,
নিজেকে সমর্পণ করি প্রিয় তোমার কাছে,
তোমার ইচ্ছার উপরে।
হে পরমপ্রেমের আধার,
তোমার প্রেমই সত্য,
কারণ এটি আমার হৃদয়ে চূড়ান্ত।
নশ্বর আমি চিরকাল
তোমার ঐশ্বরিক আলোয় থাকতে চাই,
আমি তোমার মধ্যে মিশে যাই,
তোমার দিকেই ফিরে যাই, প্রেমের অনন্ত যাত্রী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



