আমার পরিচয়
-রুদ্র বসন্ত
আমাকে খুজে পাবে তুমি হিমালয় চূড়ায়,
আমায় পেয়ে যাবে নদীর মোহনায়।
আমায় পাবে তুমি সুরা বাকারায়,
খুজলেই পাবে বুখারীর প্রতি পাতায়।
আমি ধরেছি শিবের ত্রিশূল,
প্যাগোডার চূড়া ছুয়ে যাওয়া রোদ্দূর।
আমি গির্জার সান্ধ্যধ্বনিতে বেজে ওঠা সুর,
আমাকে দেখেছো এক 'মেঘনাদরূপী অসুর'।
শুধু খুজো না আমায় শান্তির মণিপুরে
বিরুদ্ধ আর বিদ্রোহ ছাড়া পাবে না আমারে।
খুজবে না আমাকে অট্টালিকা ভূমে,
আলীশান কুষাণ ছেড়ে আমি দেবতাখুমে।
ভাতের প্রতিটি দানায় আমি মিশে গেছি,
প্রতি স্রোতে আমি ছিলাম, আমি আছি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



