দশ বছরের মেধাবী শিশু হৃদয় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। আপনার সামান্য সহযোগিতায় সে হয়তো সুস্থ হয়ে জীবনে নতুন করে আশার আলো জ্বালাতে পারবে। তার চিকিৎসার জন্য প্রয়োজন ২৫ লাখ টাকা যা জোগাড় করা তার গাড়িচালক বাবা জসিমউদ্দিনের কাছে দুঃস্বপ্নের মতো।
ছেলের প্রাণ রক্ষায় তাই হৃদয়ের বাবা বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাকে অ্যাপোলো জেনারেল হসপিটালসের রুম নং-৬২০৩, ষষ্ঠ তলা, সেকশন বি' তে ভর্তি করা হয়েছে। সাহায্যকারীরা অনুদান পাঠাতে যোগাযোগ করুনঃ মোঃ জসিমউদ্দিন, সঞ্চয়ী হিসাব নং-০১২৩৪০৫৬৯৩২, ব্যাংক এশিয়া, বনানী শাখা, ঢাকা; মোবাইল-০১১৯১২৮৪৩৩১।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


