
বহুদিন আগে যেই মেয়েটিকে ভালোবেসেছিলাম
বহুদিন আগে,
আজ তার কথা খুব মনে পড়ছে।
কতদিন আগে, তাকে ভালবাসি বলেছিলাম
কতবার
হৃদয়ের গহীন থেকে ভালবাসার অনুভুতি এসেছিল তার প্রতি
সেই তাকে ফেলে এসেছি কতদিন আগে,
স্মৃতির পাতাজুড়ে কী এক বিষন্নতা
চাপাসুরে আজো তার কণ্ঠ শুনি
মনে হয়, আমি তাকে যেভাবে বেসেছিলাম ভাল
সেও হয়তো আমাকে অমনি ভালোবেসেছিল,
তারপর
কতদিন পেরিয়ে গেল।
কতদিন।
হয়তো সেও ভুলে গেছে, কিংবা ভোলে নি
আমার মতোই এমন নিশুতি রাতে যখন স্বামী সন্তান ছেড়ে একা নিরালায় বসে
হয়তো সেও আমাকে মনে করে গভীর প্রেম অনুভব করে
হয়তো তারও স্মৃতির বারান্দায় আসে প্রেমাস্পদ মেঘ
আপ্লুত হয়ে ওঠে পুরনো এই আমার কথা ভেবে
হয়তো সেও বিষন্নতায় ভোগে
তারপর
মনে মনে কামনা করে সেই অতীতের প্রথম প্রেমিকের আলিঙ্গন।
জীবনটা এমনই
যাকে ভালোবেসেছিলাম, যাকে চেয়েছিলাম
এ জীবনের নানান বাকে বাকে
তাকে হারিয়ে ফেলেছি
তবু মনে হয়
জীবনটা কী এক বিষন্ন সুন্দর।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


