
গভীর দুঃখবোধ এসে জাপটে ধরুক আমাকে
পরলোকগত বাবার স্মৃতির মত
প্রিয়তমার প্রবঞ্চনার মত
এক গভীর দুঃখবোধ আমাকে দুমড়ে মুচড়ে দিয়ে যাক
এখানে স্তব্ধ হয়ে আছে সময়
এখানে এই ছোট্ট শহরে আমি
কানাগলির মতো থেমে আছি
কোথাও আলো নাই, কোথাও আশা নাই
চারিদিকে কেবল থমকে থাকা গভীর অন্ধকার
এইখানে এসে সব সুন্দর স্মৃতি বিস্মৃত হয়ে গেছে
এইখানে এসে সব অসুন্দর স্মৃতি বিস্মৃত হয়ে গেছে
দুর্বোধ্য চোরাবালির মতো থমথমে সময়ের গহবর—
আমাকে গিলে খাচ্ছে ক্রমশ
আমি টের পাচ্ছি না
সুখ চাই না ভালোবাসা চাই না
অবাধ প্রেমের উচ্ছ্বাস আমি চাই না—
আমি চাই গভীর দুঃখবোধ
আরো গভীর দুঃখবোধ আমার স্নায়ুকে উদ্দীপিত করে তুলুক
তীব্র কষ্টের যন্ত্রনা আমার মর্ম স্পর্শ করে যাক
এইটুকু তবু বুঝবো—
আমার আত্মার মৃত্যু এখনও হয় নি।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


