রোমান্টিক কথাবার্তা শেষ! বর্ষা, নীল আর জোছনায় ফিরে যাই। আমি সো-কলড প্রকৃতিকন্যা নই। প্রকৃতির সঙ্গে আমার খুব একটা সখ্য নেই। সবুজ দেখলেই আমি কবিতা লিখতে বসে যাই না। তবে, প্রায়ই ক্ষীণ ইচ্ছা জাগে দু-এক লাইন লেখার অস্বীকার করবনা। তবে তার সবটুকুই নীলকে ঘিরে। আজকেও তেমন ইচ্ছা হল। বর্ষার প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি! আশা করছি এই বর্ষা আপনাকে পুরোপুরি ভিজিয়ে দিবে। ছাতা কিংবা রেইনকোট যেন আপনার কোন কাজে না আসে
নীল...নীলাভ...নীলাঞ্জনা
নীলকে নিয়ে লিখছি আজ,
নীলের জন্য লিখছি আজ।
বৃষ্টি কিংবা জোছনার নীল নয়...এটি আমার নীল
আমার হাসির নীল, কান্নার নীল।।
যখন আকাশ কাঁদে বৃষ্টি হয়ে
কিংবা নীলাভ কাঁদে নীলাঞ্জনার হয়ে...তখনকার কথা এটি।।।
ভাবছ আবোলতাবোল? নাহ!
যার বোঝার সে ঠিকই বুঝেছে...
প্রেমের, ভালোবাসার কিংবা তোমার নীল নয়......কেবলই আমার নীল.....
বৃষ্টি কিংবা জোছনার নীল নয়...এটি আমার নীল।।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



