আজ থার্টি ফাস্ট নাইট ! কিছুক্ষণ পর শুরু হবে নতুন ইংরেজী বছর। ২০১৪ সাল ! সবাইকে নতুন বছরের শুভেচ্ছা !
আজ এই রাতে অনেকে বাহিরে গিয়ে বিভিন্ন পার্টিতে অংশগ্রহণ করে থাকে। কিন্তু বর্তমানে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে এবার অনেকে মন খারাপ করে বিকল্পভাবে এই রাতটি পালন করার চিন্তা করছে বা করে ফেলেছে। অনেকে হয়তো ঘরোয়া ভাবে এই পার্টির আয়োজন করে থাকে। তাই যারা ঘরোয়া পার্টির আয়োজন করেছেন তাদের পার্টি কিন্তু গতবারের মতোই মজা হবে ! তারা পার্টির মাঝে কিংবা শেষ করে আমাদের আড্ডায় যোগ দিলে খুশি হবো।
আমরা যারা এই মুহূর্তে সামুতে আছি, তারা চাইলে একটি অনলাইন আড্ডা দিতে পারি। আড্ডার মাধ্যমে জেনে নিতে পারি আমাদের পছন্দের ব্লগারের কিছু তথ্য। অনেক ব্লগারকে আমরা কিছুটা চিনি বা জানি। আরো কিছু জানতেই এই আড্ডার আয়োজন।
আমরা যারা আজ রাতে সামুতে আছি এবং থাকবো, তাঁদের সবাইকে বলবো, এই আড্ডায় অংশগ্রহণ করতে। সামুর সব ব্লগার মিলে আড্ডায় আড্ডায় পালন করবো নতুন ইংরেজী নববর্ষ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



