
অনেক দিন হলো ছবি পোস্ট দেই না। ছবি পোস্ট কেন, কোন পোস্টই এখন আর নিয়মিত দেয়া হয় না !! তবে ব্লগে নিয়মিত আসা এবং দু'চারটা মন্তব্য অবশ্যই করা হয়। এখন কেন জানি, পোস্ট দেবার আগ্রহ অনেক কমে গেছে !! আমার কাছে এর কারণ হয়তো পুরনো অনেক ব্লগার পোস্ট দিচ্ছে না, মন্তব্য করছে না, ব্লগে আসছে না...ইত্যাদি। আগের মতো মিথস্ক্রিয়া এখন অনেক কমে গেছে। এটি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত।
এবার ঈদের ছুটিতে একদিন বাহিরে বের হয়েছিলাম। প্রথমে যাওয়া হয়েছিল বলধা গার্ডেন। জায়গাটি ছোট কিন্তু গাছের বিশাল সংগ্রহ আছে। তবে নেই যত্নের ছোঁয়া। সব অপরিষ্কার আর ভিতরের ছোট ছোট বাগানগুলো তালা বদ্ধ করা। তাই সেখানে প্রবেশ করা যায়নি। কিন্তু দুষ্ট দামাল যুবক-যুবতী'র জন্য বাগানটি দৃষ্টিকটু মনে হয়েছে। ওরা প্রায় পুরো বাগান দখল করে রেখেছে। তাই বিব্রত হওয়া থেকে নিজেকেই দূরে রাখুন।
এবার আসুন কিছু ছবি দেখা যাক:
০১। সূর্য ঘড়ি

০২। ছায়াতল

০৩। লাল শাপলা

০৪। নোংরা জলাশয়

০৫। সাদা শাপলা

০৬। ইয়োলো শাপলা

০৭। বদ্ধ গোলাপ বাগান

০৮। পুকুর পাড় ১

০৯। বিশ্রাম

১০। পুকুর পাড় ২

১১। কচ্ছপ

১২। মাছের পোনা

এরপর চলে যাই শ্যামপুর ইকো পার্কে। যদিও হাতে সময় ছিল না, তবুও সিএনজি করে রওয়া হয়ে গেলাম। সেখানে গিয়ে বুঝতে পারলাম, ঈদ কাকে বলে !! লোকে ভরপুর। আবালবৃদ্ধবনিতা হাজির। ছোটদের চেয়ে বড়দের আগ্রহ কোন অংশে কম না। অনেকগুলো রাইড আছে। প্রতিটি রাইডে বিশাল লাইন। একটিতে উঠতেই প্রায় ৩০ মিনিট চলে গেল। তাই সময় না থাকার কারণে মাত্র দুইটিতে উঠে বের হয়ে যাই। পুরোটা ঘুরে দেখার সময়ও পেলাম না। আর ভিড়ের কারণে ছবির তোলার ইচ্ছে বা সময় কোনটাই ছিল না। কারণ এরমধ্যে ঘড়িতে প্রায় ছয়টা বিশ বেজে গেছে। এখন বের না হলে, যেতে অসুবিধা হবে। পরে কোন দিন সময় পেলে আবার আসা যাবে।
১৩। নাগরিক আনন্দ ১

১৪। নাগরিক আনন্দ ২

১৫। নাগরিক আনন্দ ৩

১৬। নাগরিক আনন্দ ৪

১৭। নাগরিক আনন্দ ৫

সবাইকে ধন্যবাদ।
সকল ছবি নিজে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৮ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



