
আন্দলনে নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ, অংশগ্রহণ করেছে বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই, লেখক সমাজের একাংশ, শিল্পি সমাজের একাংশ, সাংবাদিকদের একাংশ, শিক্ষকদের একাংশ, রিক্সাওয়ালা, দিন মজুর, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ, বোরকা পরা নারী, শাড়ী পরা নারী, জিন্স পরা নারী সহ আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দল এবং মুক্তিকামী জনতা। সুতরাং দেশটা সকলে মিলেই গড়তে হবে। অমুককে চাই না, তমুককে চাই না, এমনটা বলা মানে অন্যের অধিকার হরণ করা আওয়ামী বয়ানই আবার চালু করা। বরং আমাদের উচিত যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা। আপনি কাকে চান এবং কাকে চান না, সেটা না হয় ব্যালেটেই লিখে দেবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


