গতকাল ড্রোন দিয়ে তোলা কিছু ছবি পোস্ট করেছিলাম। আজ ২য় কিস্তিতে থাকছে ড্রোনসহ ১০টি ছবি। সবগুলোই কোপেনহেগেনের আশেপাশে তোলা। আজকে কোপেনহেগেনে বাংলাদেশীদের জন্য বড় দুটি উৎসবের আয়োজন করা হয়েছে। একটি এম্ব্যাসিতে আরেকটি বাংলাদেশ কালচারাল সেন্টারে। আজ আবহাওয়াও ভালো তাই অনুষ্ঠানগুলোতে যাওয়ার আগে কিংস গার্ডেনে রোদ পোহাতে এলাম আর সেই ফাঁকেই ব্লগিং করছি। আশা করছি ছবিগুলো ভালো লাগবে। ছবিগুলো ১০০-১৫০ মিটার উপর থেকে ডিজেআই স্পার্কের ১২ মেগা পিক্সেল ক্যামেরায় প্যানোরামা মোডে তোলা। মোবাইলে লিখছি বিধায় ছবিগুলো ঠিক সিকোয়েন্সে সাজাতে না পারিনি তবে ছবি তো ছবি, তাইনা?










ছবিগুলোতে কোন ক্যাপশন দিচ্ছিনা কারন শুধুমাত্র ল্যান্ডস্কেপ দেখেই ছবিগুলো তোলা তাই বিতাং করে বলার কিছুই নেই
গতকাল আপলোড করা ছবিগুলো দেখতে চাইলে আগের পোস্টে যেতে পারেন এই লিংকে ক্লিক করে:
https://www.somewhereinblog.net/blog/SaifulAzim26007happy/30276666
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৯ ভোর ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




