একটু! একটুখানি ফুর্তি করে নিই
এ-ই এইবেলাতেই।
হালাল- হারাম,
অতশত চিন্তা করলে হবে?
মানুষ দুনিয়ায় কয়দিন রবে?
সর্বদা হাসিখুশি মানুষ টি
দারুন ফুর্তিবাজ ছিল একদা
আজ তার খোঁজ কেউ রাখেনা।
না পরিবার-পরিজন,
না তার বন্ধু মহল!
পড়ে আছেএকাকী
একান্তই নিঃসংঙ্গ
নিঃসীম অন্ধকারে!
কয়জনে স্মরণ রাখে তারে
রাখলেই বা তার কি আসে উপকারে।
এখন ফুর্তিতে আছে কি?
সেই সে মানুষটি?
কেউ কেউ সেদিন!
থাকবে সকলে যেদিন
ঘর্মাক্ত কলেবরে হিসাবের অপেক্ষায়
আর সে-ই সে,তারা
আনন্দ-ফুর্তিরত থাকবে মেশকের টিলায়।
দুনিয়াতে নির্ভয়,নিশ্চিন্ত
ছিল না যারা।
কোন দুশ্চিন্তা থাকবেনা ঘিরে তাদের
আনন্দ চিত্তে অপেক্ষা কেবল
জান্নাতে প্রবেশের।
মনে রাখা সবসময়
এবং অন্তরে রাখা এ-ই ভয়
দুনিয়াটা চিরস্হায়ী নয়!
ক্ষনস্হায়ী, দুদিনের খেলাঘর
অচিরেই দেখবে অন্ধকার কবর।
খেয়াল রাখা সেটা যেন হয়
জান্নাতের বাগান
হয়না যেন জাহান্নামের গর্ত
সাপ বিচ্ছুর আবাসন,
কারন,
সেই বিনোদন।
------RabAh ✍️
----৩রা--এপ্রিল--২০২৫ইং
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৫ ভোর ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



