জনাব, হাসিব পেশায় একজন মুদি দোকানদার। সে পাবনা বাজার এর একজন ব্যবসায়ী। পৈত্রিক সূত্রে সে একখানী জমি সহ বাড়ীর মালিক হন। উক্ত বসত বাড়ীর পাশ্বে মৌলভী সামাদের বাড়ী উক্ত মৌলভী সাহবে তাহার জমির কিছু অংশ বিক্রয় করিতে ইচ্ছুক। তৎপরর্বতীতে জনাব হাসিব উক্ত জমি ক্রয় করিতে আগ্রহ প্রকাশ করেন। উক্ত পরিস্থিতিতে জনাব হাসিব সাহেবর এবং দাতা মৌলভী সামাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন তাহা নিম্ন রূপঃ
১। দাতা ও গ্রহিতার জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি।
২। ই-টিন দাতা ও গ্রহিতার উভয়ের ফটোকপি।
৩। পাসর্পোট সাইজ ছবি দাতা গ্রহিতার উভয়রে।
৪। মালিকানা দলিল।
৫। নামজারী কাগজ (ক) খাজনা রশিদ (খ) DCR( Duplicate Carbon Recipe) (গ) মিউটেশন খতিয়ান
৬। বায়া দলিল সমূহ।
উক্ত দলিল এবং ডকুমেন্ট সমূহ সংগ্রহের পর মূল কার্যের শুরু করা যাবে।
প্রথম ধাপে, দলিল প্রস্তুত করিতে হবে(দলিল লিখন সর্ম্পকে পরবর্তীতে আলোচনা করা হবে)।
দ্বিতীয়ত ধাপে, সরকারী ফি সমূহ প্রদান করা হবে( দলিলে এর সরকারী ফি সর্ম্পকে পরবর্তীতে বলা হবে)
তৃতীয় ধাপে, সাব-রেজিষ্ট্রারের কাছে উপস্থাপন সনদ-প্রাপ্ত দলিল লেখক এর মাধ্যমে।
চর্তুথ ধাপে, সর্ম্পূণ কার্য সমাধান এর পর দলিলের টোকেন সংগ্রহ করিতে হবে।
৫ম ধাপে, উক্ত দলিল এর টোকেন দিয়ে সত্যায়িত কপি বা সার্টিফাইড কপি বা নকল উত্তোলন করিতে হবে। মূল দলিল সাধারণত ১ হতে ২ বছর সময় প্রয়োজন হয়।
নামজারী বা মিউটেশন এর ধাপ সমূহ পরবর্তী আলোচনায় লিখিত হবে।

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



