ছবিঃ সতেজ পাখি 
পাখিটার লাল মরিচ পছন্দ, ছবিটা তুলেছি সাফারি পার্ক থেকে।
ছবিঃ ওদের ছেলে বেলায় নিজের ছায়া দেখি 
ছবিটা দেখলেই নিজের ছেলেবেলার ফিরে যেতে ইচ্ছে করে, এটা তুলেছি সিলেট এর লালাখাল নদীর তীরে দাঁড়িয়ে।
ছবিঃ লুকোচুরি 
ছবিঃ একাকীত্বের গন্ধে ভারি হয়ে থাকে হাওয়া। 
ছবিঃ আমাদের বেঁচে-থাকা 
ছবিঃ একটা সদ্যজাত গোলাপ 
ছবিঃ আলোর পৃথিবী 
এই ছবিটা সকালের প্রথম আলো ছড়িয়ে পড়ার মুহূর্তে তোলা, লাউয়ের ডগায় ছড়িয়ে পড়ছিল ভোরের নরম আলো।
ছবিঃ সবুজ প্রশান্তি 
ছবির মতন বাস্তবেও জায়গাটা ততোধিক প্রশান্তির। মনের আর চোখের ওষুধ রাতারগুল সিলেট।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৯