কাল এটিএন বাংলার নিউজ দেখছিলাম।খবরের এক পর্যায়ে,আমাদের দেশের স্বরাস্ট্র মন্ত্রী সাহারা খাতুনের গরু বাজার নিয়ে চাঁদাবাজীর রিপোর্ট।
রিপোর্টে দেখলাম ওনি বার বার আমার বলতেছে।আমার আইজি সাহেব,আমার সচিব সাহেব,আমার ওমক সাহেব,আমার তুমক সাহেব।সবচেয়ে আমার কাছে জঘন্য লাগলো
ওনি যখন বলে,"আমার বাহিনী",।ওনি কি বাংলাদেশের স্বরাস্ট্র মন্ত্রী না কোন হিন্দী ফিল্মের ভিলেন।
আমি যে বাসায় নিউজটা দেখলাম,সে বাসার ২ দলেরই লোক আছে।
মজার বেপার হলো,যখনই স্বরাস্ট্র মন্ত্রী সাহারা খাতুনের নিউজ টা আসল,ঠিক তখনই ২দলের সবাই মুখ গুলা দুই হাত দিয়া ডেকে ফেললো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




