রাসুল (সাঃ) যখন তার কন্যাকে ইমাম হুসাইনের (আঃ) শাহাদৎ ও সকল মুছিবতের খবর দিলেন , হযরত ফাতেমাতুয যাহরা (আঃ) অঝোরে কেদে বললেন ,হে পিতা" এমহাবিপদ কখন ঘটবে ?
রাসুল (সাঃ) বললেন, যখন আমি তুমিও আলি কেউই দুনিয়াতে থাকবনা ।
তখন হযরত ফাতিমাতুয যাহরা (আঃ) আরো অঝোর ধারায় কেদে বললেন
,:কে আমার হুসাইনের জন্যে ক্রন্দন ও আজাদারী করবে।
রাসুল(সাঃ) বললেন , হে আমার নয়ন মণি ফাতমিা .হুসাইনের জন্যে আমার উম্মতের নারীরা ও পুরুষরা ক্রন্দন করবে এবং প্রতি বসর তার জন্যে শোক পালন করবে। কেয়ামতের দনি তুমি নারীদেরকে ও আমি পুরুষদেরকে যারা হুসাইনের জন্যে ক্রন্দন করবে বেহেস্তে নিয়ে যাব।হে আমার নয়ণ মনি " কেয়ামতের দিন সবার চক্ষু ক্রন্দনরত অবস্থায় থাকবে
তবে যারা হুসাইনের জন্য ক্রন্দন করবে তাদরে চক্ষু বেহেশতের নেয়ামতের আনন্দে ভরে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





