
দেশের মানুষ যখন চড়া দ্রব্যমূল্যের কারণে হায় উতাশ করছে । টিসিবির ট্রাকের পেছনে দৌড়চ্ছে । তিন বেলা খাওয়ার পরিবর্তে দু বেলা খাচ্ছে । একটি শ্রেণী তখন সানি লিওন'কে নিয়ে এসে বিয়ের অনুষ্ঠানে নাচাচ্ছে । বেশ্যা , নর্তকির পেছনে লাঘ লাখ টাকা ব্যয় করছে । প্রশ্ন হচ্ছে , এরা কারা ? হঠাৎ করে এদের এলিট হয়ে উঠার পেছনের রহস্য কি ? এদের পেছনে মদদ দাতা কারা ? দুদক এখানে কেন চুপ করে আছে ? কেন দুদক সানি লিওনের পেছনে যারা অর্থ ব্যয় করছে তাদের কাছে সেই অর্থের উৎস জানতে চাচ্ছে না ?
একবার ভাবুন তো, সানি লিওনের পেছনে যে অর্থ ব্যয় করা হলো সেই অর্থ দিয়ে দেশের কত শ অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা যেতো এই যে অর্থ ব্যয় হয় এইসব অর্থের উৎস কি ?
দেশে ধনী গরিবের শ্রেণী বৈষম্য এতোটা বাড়ল কি করে ।? এমন তো হবার কথা ছিলো না । একদিকে রাত পোহালেই কেউ কেউ নাকি লাখ টাকা কামাচ্ছে অন্যদিকে কেউ কেউ আমানত ভেঙ্গে সংসার চালাচ্ছে । শহর ছেড়ে গ্রামে যাচ্ছে ।
শুধু আর্থিক নয় । মানবিক, সামাজিক বৈষম্যও বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে । সব কিছু দেখে মনে হচ্ছে, দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে । এর থেকে পরিত্রাণের উপায় কি ? তাহলে কি ধরে নেবো , সত্যিই দেশে নিরব দুর্ভিক্ষ চলছে ? কিন্তু মন্ত্রী মিনিষ্টার স্যারেরা যে বলেন , দেশে গরিব কোন নাই । তাহলে টিসিবির ট্রাপের পেছনে যার দৈড়ায় তারা কারা ?
বাঙ্গালীরা বিশ্ব বাণিজ্য শিখে ফেলেছে, কথা কথায় বিশ্ব বাজারে মূল্য বৃদ্ধির কথা বলে রাতারাতি পণ্যের মূল্য বৃদ্ধি করে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে । টাকা নিজের কাছে রাখছে না পাচার করে দিচ্ছে। হাজার হাজার কোটি টাকা । আগে সঞ্চয়পত্র কিনে সাধারণ মানুষ সংসার চালাতো । দুনীতিবাজেরা দেশের টাকা দেশেই রাখতো । সে পথ ও বন্ধ করে দেওয়ায় । এখন সেই টাকায় কানাডায় গড়ে তুলছে বেগম পাড়া না হয় বাংলা টাকায় ভারতে গড়ে উঠছে তাজমহল । কারা এরা ? কোন মন্ত্র বলে এরা কিছুর ঊর্ধ্বে ? এদের তো অভিশাপেও কিছু হয় না ?
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




