তোমায় হতাশ হতে দেখে
ভাবনার অতলে ডুবে যাই ;
জগতের কোন কিছুই আর স্পর্শ করে না তখন আমায় ;
সব কিছুর ঊর্ধ্বে উঠে ভগবানের মতো
স্পন্দনশূন্য নেত্রে দেখতে ইচ্ছে করে জগত সংসার;
যদিও নিশ্চিত করে জানি জঠরের ঘূর্ণিপাকে
তুমি আমি আমরা সকলে-
মানুষ! মানুষ সে বরই অসহায় ;
তবুও ঈশ্বর প্রদত্ত মন, কিছুতেই বারণ মানে না;
সে ক্যাবলি বিদ্রোহ করে, নাচার হয়ে উঠে;
ক্যাবলি তোমার কাছে যেতে চায় ।
মাথায় হাত বুলিয়ে বলতে চায় - ভেবো না, আমি তো আছি !
আর ঈশ্বর ! তার কথা থাক;
কষ্টের কিনারায় তিনি বড্ড বেমানান
খুজে পাওয়া যায় না কোথাও !
নিদান কালে সুখ না দিলে .....
পরাণে তারে বাঁধি কোন যতনে ?
২৫। ০২। ২০২৪
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭