আমি আমার ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে লেখালেখির মাধ্যমে। ব্লগটির প্রতি আমি কৃতজ্ঞ। কারণ প্রথম আলো ব্লগ আমায় লেখালেখিতে মনোযোগী হতে শিখিয়েছে । সে এক যুগ আগের কথা । সরকারের চাপে ব্লগারদের তিক্ষ্ণ লেখার ভারে পত্রিকা বন্ধ হয়ে যাবার ভয়ে হুট করেই একদিন ব্লগটি বন্ধ করে দেওয়া হলো । আহা ! লিখে বড়ই সোয়াদ পেতাম সেখানে ।
ঝগড়া ঝাটি ক্যাচাল না থাকলে ব্লগ জমে না । বাঙ্গালী হচ্ছে, ঝগড়াটে ক্যাচাল প্রিয় জাতি । বেশি দিনে মিলে মিশে এক বিছানায় এক কাথার নিচে থাকতে পারে না । কোন ইস্যু না থাকলেও স্রেফ ভালবাসার টানেও হলেও ক্যাচাল শুরু করে দেয় । প্রথম আলো ব্লগটিতেও ক্যাচাল লেগেই থাকতো । চলতো গ্রুপিং , ব্যান আন ব্যান,আন ব্যান খেলা । তবে আমি কোনদিনই কোন ব্লগে ব্যান খাই নাই । কারণ আমি কখনো লিমিট ক্রস করি না । এটা কারোই করা উচিত নয় ।
প্রথম আলো বন্ধ হবার পর কিছুদিন লিখলাম বিডি নিউজ ২৪ এর ব্লগে । সেখানে লিখে ও ভাল লেগেছে । তারপর কিছুদিন গ্যাপ দিয়ে জলে ভাসা পদ্মের মতো ভেসে এলাম স্যামহোয়ার ব্লগে । শুধু আমি কেন , আমার মতো প্রথম আলো থেকে আসা অনেক ব্লগার ভাই বন্ধু আছেন এখানে ।
এর পর কেটে গেছে আরও একযুগ । এখানেও লিখে অনেক আরাম পাচ্ছিলাম । সেটা ব্লগ কর্তৃপক্ষের সাহসী পদক্ষেপের জন্য । অনেক প্রতিকূলতা অতিক্রম করে ওনারা ব্লগটি চালু রেখেছেন । বলেই আমরা এখানে এসে এখনো মনের ভাব প্রকাশ করতে পারছি । অনেক বিষয় তুলে ধরতে পারছি । ক্যাচাল করতে পারছি । নি:সন্দেহে তা দেশের জন্য , দেশের মানুষের জন্য কোন না কোন ভাবে মঙ্গল বয়ে আনছে ।
এ জন্য ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ । বিশেষ করে জানা আপা'কে । শুনেছি, উনি অসুস্থ । ওনার রোগ মুক্তি কামনা করছি ।
দীর্ঘ এই ব্লগিং জীবনে অনেক ব্লগাকে দেখেছি । পড়েছি । কিন্তু ব্লগের এমন ছ্যাড়াব্যাড়া অবস্থা কখনো দেখিনি । আমি যেহেতু বেশ কিছুদিন পরপর ব্লগে আসি সেহেতু কোন ক্যাচালেই অংশ নেওয়া হয় না । ইদানীং ব্লগে ঢুকে দেখছি , অনেক পরিচিত মুখ নেই । তাদের নাম উল্লেখ করলাম না । কারণ ব্লগে সব ব্লগারের গুরুত্বই অপরিসীম ।
বর্তমান ব্লগের অবস্থা দেখে মনে হয়েছে , আমাদের সকলের প্রিয় বাংলাদেশের একমাত্র জীবিত ব্লগটি যেন ছ্যাড়াব্যাড়া হয়ে গেছে । ব্লগারদের কেউ কেউ নাকি ঝগড়া ঝাটির এক পর্যায়ে অভিমানে ঘোষুনা দিয়ে ব্লগ ছেড়ে চলে গেছেন । অনেকে আবার চলে যাবার পাইপ লাইনে আছে । তারা আত্মসম্মান বিসর্জন দেবার চেয়ে চলে যাওয়া শ্রেয় মনে করেছেন । গেলে তো যাওয়াই যায় কিন্তু কিছু দুষ্ট লোকের কাছে হেরে যাওয়ার কোন মানে হয় না । মোডারেটদের এ ব্যাপারে সর্তক থাকা উচিত বলে মনে করি ।
আসুন সবাই সব অভিমান ভুলে ব্লগিং করি । কারণ এতে সময়টা ভালো কাটে । ফেসবুক আর ইউটিউবের পোস্ট আর রিল দেখে দেখে সময় কাটালে তাতে শুধু চোখই নষ্ট হবে । কাজের কাজ কিছু হবে না ।
সবার জন্য রইলো শুভ কামনা । শুভ ব্লগিং ...................।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৫