ইদানিং দূর থেকে বৃষ্টি দেখি।
মন ভিজে যায় ,চোখ থাকে অপলক,
একদিন আমরা বৃষ্টিতে ভিজবো সারাক্ষণ।
সেদিন বিদুৎ চমকাবে না ,বন্যায় ভেসে যাবে না কেউ।
শুধু তুমি আমি বৃষ্টিতে ভিজবো
কোথাও থেমে চলে যাবে তুমি,
আমি বৃষ্টিতে ভিজে হবো চুর,
এদিক ওদিক খুঁজছি তোমায়
ফিরবে নিয়ে গুচ্ছ গুচ্ছ ফুল ।
৩১/০৫/২৫
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৫ রাত ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


