ছবি :সংগৃহীত
১৪ নম্বর সাঁজোয়া যান ,
তোমার মৃত্যু দন্ড হোক
তোমার অস্তিত্বে ইয়ামিন হত্যার দাগ!
কৃত্রিম ১৪ নম্বর সাঁজোয়া যান।
তোমাকে ছিন্নভিন্ন করা হোক।
তুমি কেড়ে নিয়েছ ইয়ামিনের সতেজ প্রাণ ।
বলো ১৪ নম্বর সাঁজোয়া যান
কেন নিলে নিষ্পাপ ইয়ামিনের প্রাণ?
তোমার হবে না কোন ক্ষমা
ঘৃণারাও করবে না স্পর্শ এক কণা
তুমি শহীদের রক্তচোষা পোষা
বীভৎস তুমি!
তোমাকে চোখে সওয়া দায়।
শোন পৈশাচিক ১৪ নম্বর সাঁজোয়া যান
মানব সভ্যতায় তোমার নেই কোন স্থান।
তুমি জীবন নিয়ে ছিনিমিনি খেলায় মাতো,
তোমার ধ্বংস হোক যতবার তুমি জাগো।
তুমি হিংসার দ্রোহে পুড়ে হও নিজেই ছাই,
তোমার পক্ষে বলার আর কেউ নাই।
প্রতারক ১৪ নম্বর সাঁজোয়া যান
তুমি ইতিহাসে নিয়েছো মীরজাফরের স্থান
হত্যা করেছো ইয়ামিনের দেশপ্রেম ভরা প্রাণ ।
তুমি পেয়েছ তাই অসম্মানের নব নাম।
সামরিন
১৭/৮/২০২৪