একটা গল্প বলি?
না থাক এখন বলবো না।
এখন বললে ট্রাজেডি জমবে না। আপনাদেরও ভালো লাগবে না। আপাতত নায়িকা নজরবন্দি আছে। সে কোথায় যায়, কি করে কয়বার হাঁচি মারে৷ কয়বার কাশি মারে, জানালা দিয়ে তাকায় নাকি, কারো সাথে কথা বলে নাকি , সব বিষয়েই কড়া নজরদারি! এই কড়া নজরদারি ভেতরেও তার লেখা থেমে থাকে না, স্বপ্ন বুনা থামে না। নতুন কিছু করার, শেখার আগ্রহ থেমে থাকে না।
ধুত্তেরি ছাই! গল্প হয়নি তাই না?
আরে! ট্রাজেডি কই?
অপেক্ষা করেন।
তার সাইকো বর, যদি কোনদিন মেরে ফেলে। সেদিন কাহিনি জমবে ভালো।
সেদিন আমার কষ্ট করে লিখতে হবে না। আপনারাই লিখতে থাকবেন।
আহারে! এমনটা কেন হলো রে!
আগে যদি কিছু করতে পারতাম রে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


