আর কখনো এমন কেনো যে হলোনা..
যোজন দূরের উপমাটা কেমন ভেসে বাড়ালো মাঝখানের বাতাসে সাবলীল
তুই "যাই" বলে গেলি অনায়াসে...
আমি পেঙ্গুইন হয়ে বসে থাকলাম।
দুটি হাতের শুকনো ক'খানা আঙ্গুল
আমার হতে গিয়েও কিংবা
মগ্ন সন্ধ্যায় পদ্মিনি সুঘ্রান..
পীতাম্বর সুখের স্নান ।
"কতকালের স্বপ্ন" উপমাটা, কি অনায়াসেই ফিকে হয়ে গেলো মাঝখানের বাতাসে..
তুই উড়োজাহাজে ভর করলি সাবলীল ধীরে।
আমার অর্ধ চৈতন্য কোলে করে নিয়ে গেলি ...
কয়েক রাতের পীতাভ স্বপ্নের খোরাক শুধু বাকী আধেকে ।
আর কখনো এমন কেনো যে হলোনা..
গতরাতের মত!..শুধু সন্ধ্যা-সন্ধ্যা ভোরটুকু দূরে রেখে।
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১০ রাত ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




