একটুখানি জল! একটুখানি জল!!
সুসি্নগ্ধ গোলাপ জলে ভরে উঠবে সূক্ষ জ্বালামুখ।
ঘামে নুনের তেতোতে ফোটে যে তিক্ততা
ত্বক ও জলের কম্পোজে তা শুচিশুভ্র হয়।
প্রেম ও গোলাপ সেই জলের কম্পোজ
জলের মতোন সরল যে মন
হৃদয়ে হৃদয়ে চাই সি্নগ্ধতার আকাশ ছোঁয়ায় তার।
ত্বকের সাথে লোমের যে সখ্যতা
জ্বালামুখে তা ঘামের তিক্ততায় রুক্ষ হয়
মননে মননে জমে ওঠে সন্দেহের বিষ!
লোম আর ত্বকের সানি্নধ্যে জলের কম্পোজ চাই
অনুরাগে অভিমানে ঘামের মতোন তিক্ত স্বাদে
সুসিক্ত গোলাপ জলের কম্পোজ চাই।
প্রকাশ: মে 21, 1987

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


