মগজের দীঘল জমিনে যুবক বৃক্ষেরা
কোমরে কোমরে বেঁধে দাঁড়িয়েছে আজ।
কুয়াশার কাফন সরায়ে তরতাজা রোদ দাও
স্বস্তির সুবাস নিয়ে স্বাস্থ্যবতী হাওয়া
সবুজ পাতার ফোকরে শোঁ শোঁ বয়ে যাক।
এই মূলে পানি ঢালো-
ধ্যানের পুষ্টিতে ভরে
মননের জমিনে দাঁড়াক দেবদারু প্রেম।
ভিতর বাগানে ভিনদেশী 'সেন্ট' নয়
প্রতিশ্রুত উন্মত্ত হাওয়ায় স্বদেশী সুঘাণ হোক।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



