বহুরূপী রূপ ধরে রে মানুষগণ!
কারো সুপার-স্টার হবার আশা
ভাঙচুর করে সংসার সাধন
কারো বিশ্ব-বিখ্যাত হবার নেশা
ছিঁড়ে খায় নিজ রক্তের বাঁধন।
মনে মনে জমছে আঁধার মেঘ
ঘরে ঘরে মরছে সুখের ভেক
নট-নটী অভিনয়ে করে ঢলাঢলি।
কারো সম্পদশালী হবার জ্বালা
প্রলম্বিত করে শোষণের হাত
কারো প্রতাপশালী হবার পালা
প্রকম্পিত করে শান্ত জনপদ।
দিনে দিনে বাড়ছে চরদখল
পথে পথে হাঁটছে সন্ত্রাসীদল
সন্ত্রাসে-শোষণে করে গলাগলি।
কারো ক্ষমতালাভ করার নীতি
কর্দমাক্ত করে রাজনীতি-পথ
কারো ক্ষমতা আঁকড়ানোর রীতি
উল্টোপথে চলে উন্নয়ন-রথ।
অলিতে গলিতে চলছে মিছিল
ভবনে ভবনে আলো ঝিলমিল
সরকারী-বিরোধী চলছে বলাবলি।
এইভাবে কায়-ক্লেশে যায় যায় দিন
শোধ তবু হয় নারে শাসনের ঋণ
শোষণ-অশন ফাইভ-স্টার হোটেলে
নট-নটী নাচে পর্যটনের মোটেলে
বহুরূপী রূপ ধরে হায় রে মানুষ
গরীর মরছে তবু রাজাই বেহুঁশ!
০৬.১১.২০০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



