ফেটে চৌচির বাংলার মাঠ-ঘাট
নদী-নালা-বাঁওড় শুকিয়ে মরা
বাড়ছে হুতাশ পানিশূন্যতার
চাতক অধীর হয়ে আছে রাজপথ
তৃষ্ণা বাড়ছে রাজনীতির!
এই অঘ্রানে শ্রাবণ পাবো কই?
ঘনাবে আঁধার করা মেঘ
নামবে বৃষ্টির ধারা অবিরল-
তবু বৃষ্টি চাই আজ রাতে
পরিপূর্ণতার বৃষ্টি!
বৃষ্টি নামুক বঙ্গভবনে, নির্বাচন কমিশনে
প্রতিটি উন্মুক্ত ছাদে এই শহরের
রাজপথ ডুবে যাক বেশুমার
ঘরবন্দী থাকুক মানুষ
আজ হোক বৃষ্টিতে ভেজার দিন!
21.11.2006

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



