স্বপ্নবাজ সৌরভ নিকে ব্লগিং শুরু করেছিলাম। আজ ইতি টানতে চাইছি। কিছু পোস্ট ড্রাফট করে রাখবো। আমি আমার লেখা পড়ার জন্য মাঝে মাঝে ফিরে আসবো। নতুন কিছু লিখবো না। কারো পোষ্টে মন্তব্য করবো না। কারো পোষ্ট পড়বো না । এমন কি প্রত্যুত্তর দিবো না।
কর্পোরেট হলুদ ডেস্কটপ
১.
এখন মধ্যাহ্ন
বিস্তৃত হলুদ রোদ
শুকনো পাতায় বাতাসের মড়মড় শব্দ
আর সাথে লুকোচুরি খেলে গাছের ছায়া।
কোথা থেকে হঠাৎ ডেকে উঠে শালিক
কাঠবিড়ালি লাফিয়ে চলে
এ ডাল থেকে ও ডালে
কাজে নিমগ্ন কাঠঠোকরা মাথা তুলে তাকায় এদিক ওদিক ।
২.
আচমকা ঝাপসা হয়ে ওঠে
হলুদ ডেস্কটপে আটকে থাকা কর্পোরেট চোখ
ভাবনা গুলো আর ভাবনা থাকে না
শব্দের পিঠে শব্দ গুলো প্যাডেল হাঁকায় স্মৃতির বাইসাইকেল
খুঁজতে থাকে হারিয়ে যাওয়া পথের অলিগলি ।
৩.
অনেকক্ষণ যাবৎ উপরের দুটো অংশের
সন্নিবেশ করতে চাচ্ছি
কর্পোরেট এক্সেল শিটে গুটি কয়েক যোগ ভাগ ছাড়া
যুৎসই কোনো উপাত্ত পেলাম না খুঁজে ।
হলুদ রোদ আর আমার হলুদ ডেস্কটপ
দুটোই কেন জানি বিষণ্ন ,
হলদে পাতার মত।
৪.
অতঃপর কাজে নিমগ্ন কাঠঠোকরা মাথা তুলে তাকায় এদিক ওদিক !
---------------------------
কর্পোরেট ডেস্ক থেকে
স্বপ্নবাজ সৌরভ
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৩