
একটা lexus গাড়ি পছন্দ হয়েছে। রাস্তায় দেখলাম। কাল শোরুমে খোঁজ করবো।
'একটু নেশা বেসামাল কথা, জড়িয়ে যাচ্ছে বাড়ি ফেরার পা... তাই কিনে
ফেলল সোমনাথ নেশার অজুহাতে....এই
ক্ষ্যাপা শহরের রাস্তা ঘাট।'
নেশা না করলেও ইদানীং বেসামাল কথা খুব বলছি, প্রতিদিন বাড়ি ফেরার পা দুটো সত্যিই জড়িয়ে যায়, মাঝে মাঝে সোমনাথের মত এই ক্ষ্যাপা শহরের সমস্ত রাস্তা, চায়ের দোকান, রেস্তোরা কিংবা এয়ারপোর্টের পাশে মাথা উঁচু করে থাকা বিশাল 'এয়ারপোর্ট ভিলেজটা'ও কিনে ফেলি।
কোন এক ঈদের সন্ধ্যায় ভেড়ামারা নওদাপাড়ার কড়ই গাছটার নিচে আড্ডা দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে বন্ধুকে বলেছিলাম, 'দোস্ত ! বড় হতি ইচ্ছা করে নারে কিন্তু খুব বড়লোক হতি মন চাই...'
আমার দোস্ত নাক দিয়ে ধোঁয়া বের করতে করতে উত্তর দেয়, 'আকাশ দিক তাকাসনি। আকাশের দিকে তাকালি মন খারাপ হয়। আকাশ খুব খারাপ।
তবু আকাশের দিকে তাকিয়ে থাকি। দূর আকাশ থেকে একটার একটার পর একটা ' টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার' নেমে আসে। নেমে এসে যেন চোখের কোণে জমতে থাকা চিকচিক জলে মিশে যায়।
দোস্ত ঠিকই বলেছিল, আকাশ খুব খারাপ।
পাদটীকাঃ
বেসামাল কথাবার্তা। একটা গাড়ির স্বপ্ন কোন দিনই দেখিনি। যখন মন খারাপ থাকে তখন সব কিনে ফেলতে ইচ্ছা করে। জীবনের যাবতীয় আক্ষেপ নিয়ে আকাশের দিকে তাকায়। যদিও বন্ধু নিষেধ করেছিলো । কিন্তু ঐ আকাশেই তো আমার ছোটবেলার 'টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার' বাস করে।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




