আজ ২৫ তারিখ, ২৫শে ডিসেম্বর ২০২৫ সাল (প্রকৃতির এক অদ্ভূদ খেয়াল) ।

৬ হাজার ৩১৪ দিন পর তারেক জিয়া বীরের বেশে অসংখ্য মানুষের ভালবাসা নিয়ে স্বদেশ প্রত্যার্বতন করছেন
অথচ ২০০৮ সালে তিনি অত্যন্ত বেদনাদায়ক ঘটনার মধ্য দিয়ে দেশ ছেড়েছেন ।
আমি বিশ্বাস করতে চাই প্রকৃতি একসময় নিষ্ঠুর আচরন করে ( অন্যায় যখন সীমা ছাড়ায়) সব কিছু নিয়ে যায়
আবার রহস্যজনকভাবে কোন একসময়ে দ্বিগুন ভাবে ফিরিয়ে দেন ।

আমরা অনেকেই জানি উক্ত সময়ে অনেক অভিযোগের বোঝা নিয়ে তিনি দেশ ছাড়তে বাধ্য
হয়ে ছিলেন । আমি মনে করি ১৭ বৎসরের ব্যবধানে অনেক পরিবর্তন ঘটে গেছে, সেই অর্জন আজ
তার উপর ভর করেছে বলেই দলীয় সমর্থক ছাড়াও প্রচুর মানুষের আশা ভরসা হয়ে তিনি
আজ নিজ দেশে মানুষের ভালবাসার মধ্য দিয়ে স্বদেশের মাটিতে পা রাখলেন ।
বিশ্ব বিবেক বলছে তার এই রাজকীয় প্রত্যাবর্তন বাংলাদেশে স্হিতিশীলতা ও গনতন্ত্রর উত্তরনে শক্তিশালী
অগ্রযাত্রা । এটি বাংলাদেশের মানুষের জন্য "পরিবর্তনের প্রতীক "

মাটি ও মানুষের রাজনীতি করবেন বলেই , বিমান বন্দরে নেমে দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জানালেন ।
শুধু তাই নয় , মন্চে তিনি আলিশান চেয়ারে না বসে , সাধারন চেয়ারে বসতে চেয়েছেন ।
এই যে উনার মাঝে পরিবর্তন, এটাই আমাদের আশা। জনগণের ভরসা ।

অতপর বিমান বন্দর থেকে মন্চ পর্যন্ত যাত্রায় যে বাসে উঠলেন , সেখানে একটাই বক্তব্য
"সবার আগে বাংলাদেশ "
যার মধ্য দিয়ে অনেক বার্তা আমরা পাই,
যা বাস্তবায়ন বাংলাদেশের বর্তমান পরিস্হিতিতে যথেষ্ট চ্যালেন্জিং,
তারপরও আমি আশাবাদী হতে চাই ।
আর যদি তিনি সময়ের পরিক্রমায় প্রকৃতির এই আর্শীবাদ ভূলে যান বা বাস্তবায়ন না করেন তাহলে
প্রকৃতি আবারও নূতন ভাবে "নিয়তি " নির্ধারণ করবেন ।

১) ১৭ বৎসর পরের ছবিটি দেখুন ২) ১৭ বৎসর আগের ছবিটি দেখুন ।
আই হ্যাভ এ প্লান : দেশবাসী অপেক্ষায় থাকবে সুস্হ সুন্দর একটি বাংলাদেশ ।
একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্নেরকথা জানিয়ে তারেক রহমান বলেন,
‘‘আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার৷ এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে,
তেমনি সমতলের মানুষ আছে৷ মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে৷
আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন,
অর্থাৎ, একটি নিরাপদ বাংলাদেশ৷ যেখানে একজন নারী, একজন পুরুষ বা একজন শিশু যেই হোক না কেন,
নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে আবার ঘরে ফিরে আসতে পারে৷''
আপনি কি ভাবছেন ? এই মহুর্তে জনগণ কি প্রত্যাশা করে ? আপনার মতামত দিন ।

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



