.
.
দিনাজপুরে পুলিশি বাধা উপেক্ষা করে গোলাম আযমের গ্রেপ্তার বাতিলের দাবিতে মিছিল করার চেষ্টাকালে জামায়াতের ৫ জন নারী কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর শহরের স্টেশনরোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউপির মৃত রহমত আলীর স্ত্রী নুরনাহার (৫৫), শফিউদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), আব্দুল আলীমের স্ত্রী মাহমুদা বেগম (৫০), সাদেক আলীর স্ত্রী রাজিয়া (৫৫) ও ১০নং কমলপুর ইউপির সোহরাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫০)।
এবিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল বাংলানিউজকে জানান, জামায়াতের নারী কর্মীরা শহরে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। তারা বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করার পর পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয় এবং জামায়াতের ৫ নারী কর্মীকে আটক করে।
এখানে দেখুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




