এতটা নীরব, নিস্তব্ধ; আমি কখনো হইনি!
এতটা আবেগহীন আমি কখনো হইনি
কবিতা আমায় প্রত্যাখ্যান করেছে,
ভালোবাসা আমায় কাঙ্গাল করেছে!
একাকীত্ব, নিঃসঙ্গতা; আমায় অনুভূতিহীন করেছে,
আমি মুক্তি চাই, মুক্তি চাই এই বীভৎস পরিস্থিতি থেকে!
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২০ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




