বর্তমানে দেশে বইয়ের জনপ্রিয় একটা ভার্সন "ব্ল্যাক এডিশন"।
এখন দেশে ভালো বইয়ের অভাব। এসব ঢাকা হয় বইয়ের রঙচঙে মোড়কে। ভালো পাঠকেরও অভাব। ভালো পাঠক মানেই হলো যার কাছে এরকম রঙিন ও জনপ্রিয় বইয়ের কালেকশন থাকবে। এই জেনারেশন জানেই না ভালো বই, ভালো পাঠক, ভালো লেখক কাকে বলে।
বই শেষ করার পর সেটা যদি তোমার চিন্তাকে আঘাত না করে, মনে সূক্ষ্ম আবেগ সৃষ্টি করতে না পারে সেটা বই?!
যে লেখক কম কথায় এসব সুন্দর করে বর্ণনা করতে পারেন তারাই তো লেখক। ওরা নিজের চিন্তাভাবনা কিছু শব্দগুচ্ছের সাহায্যে সহজেই আমাদের মাঝে পৌঁছাতে পারেন। সাধারণ শব্দগুচ্ছ অসাধারণ করেন ওরা।
আর পাঠক?? যারা শুধুমাত্র নিজেকে খুঁজতে বই পড়েন তারাই। এরা জানতে আর বাঁচতে বই পড়ে। এটাই বই পড়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয় কি?
নিজ দেশের সাহিত্যের স্বাদ নিয়ে বিশ্ব সাহিত্য অঙ্গনে প্রবেশ করা। নিজেকে জানা। অজানাকে জানা। এগুলোই তো বইয়ের কাজ।
বই প্রকাশের পর মানুষ যদি সেই বই কিনতেই না পারে তাহলে ওটাকে বই প্রকাশনা বলবেন নাকি ব্যাবসা প্রযোজনা?
বা শুধু রঙিন ধাঁচের বই কিনে সাজিয়ে রাখাই কি বই পড়ুয়ার বৈশিষ্ট্য?
এখন এখানে "বই পড়ুয়া" যতটা কম, ততোটাই বেশি "বই প্রেমী"। যারা বই পড়ার মানে পর্যন্ত জানে না।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


