গোলাম আজমকে গ্রেপ্তারের এই অসাধারণ খবরটা মিস করেছি! সারাদিন ব্যস্ত থাকায় মাত্র ই খেয়াল করলাম।
কিন্তু এই রাজাকারপান্ডাটাকে ধরতে এত বছর লাগল ক্যান? আমার মনে হয় আওয়ামিলিগের অন্যতম ট্রাম্পকার্ড ছিল এই গোআ,কারণ এটা একেবারে শেষে এসে কার্ডটা শো করলো! জামাতের বর্তমান ধামরাগুলোকে সেই কবে খোঁয়ারে ঢুকিয়েছে,আর পান্ডাটাকে ধরতে এত্তদিন লাগল! যাক এই মেয়াদে ধরেছে যে তাও মন্দের ভাল! সাইদি নিজামিসহ যে কয়টাকে ধরা হয়েছে সবগুলার ই খুব তাড়াতাড়ি ফাঁসি হওয়া উচিত,বিচার শেষ করে ফাঁসিতে ঝোলানোর জন্য দুই বছর যথেষ্টেরও বেশি। যে কারো বিরুদ্ধে যেকোন রায় জারি করা আমাদের সরকারগুলোর পক্ষে কঠিন কোন কাজ নয়। সো এদেরকে ফাঁসিতে ঝোলানো সরকারের পক্ষে কোন কঠিন কাজ হবে বলে মনে হয়না,উপরন্তু এদের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তাতে করে রায়টা আরো সহজে হওয়ার কথা। শায়খ রহমান বাংলাভাইদেরকে মাত্র কয়েকমাসের মধ্যে বিচার সম্পন্ন করে ফাঁসি দেওয়া সম্ভব হয়েছে,এখন এদের মত ৪০ বছরের পুরোনো আত্নস্বীকৃত অপরাধীদের ফাঁসি দিতে দুই বছর যথেষ্ট না হলে বুঝতে হবে ডালমে কুছ কালা হ্যায়! অর্থাত্ নিশ্চিতভাবে ট্রাম্পকার্ডটা আগামি নির্বাচনে ব্যবহার করবে আওয়ামিলীগ,যেভাবে এতদিন করে এসেছে।
আওয়ামিলীগ সরকারের কাছে কোনদিন কোন অনুরোধ বা আশা করিনি,আজকে একটা করবো:- "অনেক রাজনীতি করেছেন,আর রাজনীতি চাই না এটা নিয়ে! প্লীজ আমাদের মুক্তি দিন!! আগামি দুই বছরের মধ্যে ফাঁসি কার্যকর করুন!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


