কিছুক্ষন আগে কওমি মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে আরিফ জেবতিকের খোলা চিঠির উত্তরে কওমি মাদ্রাসার একজন ছাত্রের জবাব দেখলাম, অসাধারণ লাগলো লেখাটা! এতো নমনীয় নিরহংকার ভাষা সবাই ব্যবহার করতে পারেনা,কওমি মাদ্রাসার ছাত্ররা যেটা করে দেখিয়েছে,এটা বিচ্ছিন্ন কোন বাগাড়ম্বর নয় বরং কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে আমার যা অভিজ্ঞতা তাতে তারা এমন ই! আমার দেখামতে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের বিচারে কওমি মাদ্রাসার ছাত্ররাই সবচেয়ে নম্র,ভদ্র এবং বিনয়ী,অথচ এই ছেলেগুলোকে নিয়েই কতো মিথ্যা প্রোপাগান্ডা! বলা হয় ওরা জংগী,ভয়ংকর মধ্যযুগীয় প্রাণী,অথচ উদাহরণ বা প্রমাণ দিতে গেলে হাতরে খুঁজেও দুএকটার বেশি পাওয়া যায় না! আমাদের ভার্সিটির হলগুলো একেকটা অস্ত্রের গুদাম,সারাক্ষণই অস্ত্রের ঝনঝনানী শোনা যায়,রেগুলার লাশ পড়ে একটা দুইটা,অথচ তারপরও সেগুলো সভ্যতার সূতিকাগার হিসেবে পরিচিত! শিবিরও কিন্তু এই কলেজ ইউনিভার্সিটিগুলোরই বাই প্রোডাক্ট,কওমি মাদ্রাসার নয়! তারপরও ভার্সিটিকে আমরা আলোকিত করার প্রতিষ্ঠান বলছি!
বিপরীত দিকে একটা কওমি মাদ্রাসায় কোরবানীর পশু জবাইয়ের জন্য সংরক্ষিত কিছু ছুড়ি পাওয়া গেলেও মিডিয়া সেটাকে জংগীদের মিনি ক্যান্টনমেন্ট রুপে প্রমাণ করতে উঠে পড়ে লাগে! কেন এতো দ্বিমুখীতা রে ভাই? আপনি কি কখনো পার্সোনালি কোন কওমি মাদ্রাসায় গিয়েছেন কখনো যাচাই করতে যে আসলে কেমন মানুষ সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা? মিডিয়ার মুখে ঝাল না খেয়ে একটু সময় করে নিজের চোখে দেখে আসুন,তারপর না হয় কওমি মাদ্রাসা নিয়ে আপনার জ্ঞানগর্ভ মূল্যবান মতামত ব্যক্ত করিয়েন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


