আমি সব সময় ক্রিকেট খেলার পাগল । দেখে যেমন তৃপ্তি পাই , খেলেও তেমনি তৃপ্তি পাই । বাংলাদেশ নিউজল্যান্ড প্রথম টেস্ট এর ৫ম দিনের খেলা চলছিল , অফিসের কাজের ফাকে ক্রিকইনফো তে লাইভ স্কোর দেখছিলাম । খেলা জমে উঠল .. সোহাগ গাজির হ্যাট্টিক ! সরাসরি দেখা থেকে বঞ্ছিত হলাম
আসলাম একটু আরাম করে খেলা দেখতে , না এদের জালায় তা হল না
আমার মেজাজ গেল বিগ্রে , বললাম তাহলে ত নিউজল্যান্ড এর তিনটারেই বাদ দেওয়া উচিদ , এরা আউট হয়ে হ্যাট্রিক দিছে
আপনি খেলার কি বুঝেন ? একজনের প্রশ্ন , আরেক জন বলে তামিম এর জায়গায় ইমরুল , জুনায়েদ ভাল খেলে
অবস্থা বেগতিক দেখে সেখান থেকে সরে পরলাম ।
বিকাল বেলা মাঠে খেলতে চলে যাওয়ায় শেষ পর্যন্ত খেলা দেখতে পারি নাই । তবে আমার হয়ে সাকিব , তামিম ২য় ইনিংস এ জবাব দিয়ে দিয়েছে ।
অবশেষে , বাংলাদেশ ক্রিকেট টিম যতদুর এগিয়েছে আমি মনে করি আমাদের প্রত্যাশার চেয়েও বেশি । এখন খেলা দেখি জয়ের জন্য , সুতরাং ক্রিকেট টিম কে ভালবাসতে শিখুন । সাখে সকল খেলোয়ার কে । এরাই আমাদের দুখের সময়েও হাসাতে পারে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




