ফিলিস্তিনের একজন স্বাধীনতাকামী জনপ্রিয় তরুণী ঔপন্যাসিক, কবি, শিক্ষাবিদ এবং মানবাধিকার কর্মী হিবা আবু নাদা। পুরো নাম হিবা কামাল সালেহ আবু নাদা। জন্ম ১৯৯১ সালের ২৪ জুন মক্কায়। ২০১৭ সালে সৃজনশীলতার জন্য তার উপন্যাস ‘অক্সিজেন ইজ নট ফর দ্য ডেড’ শারজাহ পুরস্কার লাভ করে। হিবা গাজার ইসলামিক ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল নিউট্রিশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গাজার ওপর ইসরাইলি অবৈধ দখল উৎখাত, এতিমদের জীবনের মানোন্নয়ন, মানবাধিকার এবং ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করেন।
গত ২১ অক্টোবর ইসরাইলের বিমান হামলায় গাজার খান ইউনুস শহরে নিজ বাড়িতে নিহত হন।
তাঁর প্রতিটি কবিতায় মাতৃভূমি ফিলিস্তিনের জন্য পরম মমত্ববোধ আর ভালোবাসা ফুটে উঠেছে।
গাজায় ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর তিনি লিখেছিলেন-
রকেটের তীব্র আলোর ঝলকানি ছাড়া গাজার রাত্রিতে এখন
নিকষ অন্ধকার,
বোমার শব্দ ছাড়া এই নগরীতে অন্য কোনো আওয়াজ নেই।
একমাত্র প্রার্থনার শান্তি ছাড়া এই সময়টা বড়ই দুঃসহ!
শহীদদের আলো ছাড়া বড়ই অন্ধকার এই শহর!
শুভ রাত্রি, হে আমার গাজা নগরী! শুভ রাত্রি!
নিহত হওয়ার আগে তিনি আরও কয়েকটি স্ট্যাটাস দিয়েছিলেন।
সর্বশেষ ২০ অক্টোবর মাতৃভূমি ফিলিস্তিনের দুঃসহ অবস্থা নিয়ে লেখা তাঁর শেষ স্ট্যাটাসটি তুলে ধরলাম-
نحن في غزة عند الله بين شهيد وشاهد على التحرير وكلنا ننتظر أين سنكون.. كلنا ننتظر اللهم وعدك الحق".
আমরা এই গাজা (নগরীতে) আল্লাহর সাথে (এই মাতৃভূমির জন্য) শহিদ ও মুক্তি আন্দোলনের সাক্ষীর মাঝে অবস্থান করছি। আমরা সবাই অপেক্ষা করছি; আমরা কোথায় থাকব? হে আল্লাহ! আমরা সবাই প্রতীক্ষায় আছি তোমার মহাসত্য প্রতিশ্রুতির।
(মূল আরবি থেকে অনূদিত)
-সম্রাট
সূত্র: ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৬