অন্ধকারের ভিতর দিয়ে আলোর পঙক্তিমালা
নির্জলা বাতাসের ঘ্রাণ লুপ্ত
তবু সভ্যতার বীজপত্রে ব্যাকটেরিয়ার অপ্রত্যাশিত আক্রমণ
নিরঙ্কুশ মুক্তি সরষে ফুলের ঘ্রাণের মত অবলীলায় হাতছানি দেয়
পৃথিবী আজ উত্তপ্ত নারকীয় উত্তাপে
বৈষ্ণিক প্রভাবে কূলবধূও দিকভ্রান্ত
কালের কূল জুড়ে সমুদ্র জোয়ার বেড়েই চলছে
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



