একটুকরো কামনা
..................................
নন্দিনী, তুমি জানো কি- তোমার চোখ বেয়ে গোলাপী সন্ধ্যা নামে? গাল বেয়ে নামে তৃষ্ণার প্লাবন? তোমার ঠোঁটের করিডোরে সহস্র বছরের চুম্বন ক্ষুধা- ঝুপঝুপে কথনের ক্যানভাসে একটুকরো কামনা আজ পুরাণ হয়ে মদন দেবতার ঘরে।
..........................................
১২.১১.২০১৪
মুনশি আলিম
জাফলং, সিলেট
মেঘবতী
.........................................................................................
মেঘবতী, তোমার চোখ জুড়ে আজ হেমন্তের রোদ্রজল, ঠোঁট জুড়ে কয়েক শতাব্দীর নিংড়ানো গোধুলী, কিন্তু ভাবালুতা জুড়ে বৈশ্বিক উষ্ণতার উদগীরণ। তোমার চাহনির ভাষা আজ জটিল থেকে জটিলতর । ডিজিটাল চশমার গোলীয় বৃত্তে দুভাষী করে পড়তে হয়- ভাষা বদলে যায় যেভাবে বদলে যাও তুমি।
..................................
১১.১১.২০১৪
মুনশি আলিম
জাফলং, সিলেট
এখনো অসহায়
------------------------------------------------------------------------
ঘুমভাঙ্গা রাত্রির কুয়াশা ভেদ করে কে যেন ডেকে ওঠে
চাকচিক্যের জোয়ানী একটা অদম্য পাহাড়কে দাবড়িয়ে কে তুমি সুদূর পৌরাণিক ক্যানভাসে?
ভাবের নীলিমায় গগণহীন ভিন্ন সাহসিকতার দণ্ড
মারমুখী কোন চেতনার বহিরাঙ্গে মানুষ এখনো অসহায়।
---------------------------
২১.১১.২০১৪
মুনশি আলিম,
জাফলং, সিলেট
সভ্যতার ওলান
----------------------------------------------------------------
মেঘরাজের একটুকরো মেঘ কালের কপোলে উষ্ণ চুম্বনের তিলক আঁকে, ডিজিটাল যৌবনের মাংসল দেহে প্রাগৈতিহাসিক ক্লেদ ঘন থেকে ঘনতর- লেংটিপড়া মহাকালের ফুসফুস জুড়ে আজ বার্ধক্য- তবু অনৈতিকতার পরিব্রাজক মুচকি হাসে- অবলীলায় সভ্যতার ওলান দোহন করে নাম না জানা ভোর।
-------------------------------
১৭.১১.২০১৪
মুনশি আলিম
জাফলং, সিলেট
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



