বড়ই অদ্ভুত!
তোমার চোখ জুড়ে এখন হেমন্তের রোদ্রজল নেই
বুকের স্পন্দনের নিরক্ষীয় অঞ্চল জুড়ে নেই আকাঙ্ক্ষার বসতি;
তুমি এখনো জানলেই না
শামুকের মতো তোমার নিরুত্তাপ বুক জুড়ে কয়েকশ বছর ধরে চলছে উষ্ণতার চাষাবাদ, তুমি জানলেই না
পাউরুটির মতো তোমার উর্বর শরীর জুড়ে আজ বাবা আদমের পুং বংশধরদের ঘনায়মান হইহুল্লোর
তুমি জানলেই না
শতাব্দী ধরে তোমার গহীন অরণ্যে দাপটের সঙ্গে চলছে সৈরাচারী চাষাবাদ,
তবুও কালের দর্পণে আদম সুরতে উজ্জ্বল সভ্যতার ক্যালিওগ্রাফি।
------------------
২৯.১১.২০১৪
মুনশি আলিম
জাফলং, সিলেট
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



