মেঘবালিকা, তোমার চুম্বনের পাঠশালায় এখন গ্রীষ্মকাল। বনেদি যৌবনের শিল্পাঞ্চল জুড়ে খাঁ খাঁ রোদ্দুর। প্রত্যাশার স্যান্ডো গ্যাঞ্জি গায়ে দিয়ে স্বপ্নকে চুরটের মতো সেঁকছো প্রাগৈতিহাসিক কাল থেকে সে কি আর বুঝি না?
মেঘবালিকা, অভিমানের তীর ছুড়ে কতটা পৃষ্ঠা ছিড়বে সময়ের?
রাত্রি দোহন করে আর কতকাল চলবে নিদ্রা চাষ? পারবে কি?
আমি যে পারি না - পুরনো চিন্তার ছায়ায় আবেগ রোমন্থন করতে !
গ্রীষ্মের রোদ্রজলে স্নান করে তোমার পোয়াতি স্বপ্নেরা এখন ডিজিটাল হওয়ার পথে।
----------------------------
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট
০৪.১২. ২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



