পুরনো প্রেমিকা পুরাণের ভিতর দিয়ে চোখ মেলে,
ঈশ্বরীর মতো গোপন চোখের রজ্জু বেয়ে নামে ন্যাংটো প্রেমের বিকৃত লাশ।
রোমাঞ্চিত ইতিহাসের গন্ধ শুঁকে অস্থির আমার মধ্যবিত্ত আকাশ।
ভালোবাসার সোঁদাগন্ধে বহুকাল ধরেই চলছে নষ্টালজিয়ার চাষ।
এখনো অনেক আকাশ জুড়ে পুরনো প্রেমিকা
কালের গ্রন্থি মোচনে শামুকের মতোই নির্লিপ্ত।
স্মৃতির পৃষ্ঠা জুড়ে প্রেমিকার চুম্বন ডায়ানা, জোলিয়েট হয়ে ফিরে আসে দৃশ্যকল্পের ছায়াঢাকা ক্যানভাসে।
গোধূলীর সূর্যের মতোই আরক্তিম ঠোঁট,
সাদা গোলাপের মতোই শুভ্র স্তনের শিল্পাঞ্চল জুড়ে বহুকাল ধরে চলছে সাহিত্যের মেলা।
ইতিহাস ছুঁয়ে প্রেমিকার গর্ভে সাহিত্যের ডিম্বানু ঘন থেকে ঘনতর।
প্রজন্মান্তরের গোপন ঠোঁটে চুম্বন দিয়ে প্রেমিকা আজ ঈশ্বরী হওয়ার পথে।
--------------------------------
০৫. ১২.২০১৪
মুনশি আলিম
জাফলং, সিলেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



