যদি আপনাকে প্রশ্ন করি বাংলাদেশে সফল রাজনীতিবিদ এখন পর্যন্ত কে? নিঃসন্দেহে উত্তর দিবেন যিনি আছেন তিনি মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেগম জিয়া তিনি এখন ডুবতে বসা সুর্য! তাঁর দলের অবস্থা একই৷ যদিও তাঁর ছেলে তারেক মাঝে মাঝে একটু হালকা পাতলা ঝাঁকুনি দেয় ফ্লু জ্বর হলে শরীর যেমন ঝাক্কি মারে অমন তারপরে ফুঁস মানে পোতানো বোম! অবশ্য এ ঝাক্কি সারাতে কোন দাওয়াই লাগে না।
অবাক ব্যাপার বাংলাদেশের বহুলোক এখনো মনে করে তারেক পীর পয়গম্বর! এর মাঝে জামাতি চাপাতি ও আছে। তারেক ব্যাটার জন্য দুঃখ হয় এত রাজনীতি করল অথচ শেষমেশ দুর্নীতিবাজ দেশের টাকা আত্মসাৎকারী উপাধি নিয়ে বিদেশে রাজনৈতিক আশ্রয়ে আছে।
আল্লাহ না করুক বেগম জিয়ার যদি কিছু হয়ে যায় তারেক আসতে পারবে দেশে? যদি না আসতে পারে তাহলে কি লাভ এই রাজনীতি করে যে রাজনীতি করার কারণে মায়ের পাশে থাকা যায় না!
তবে যদি ২১ আগস্টে তারেক গং জিতে যেত তাহলে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সিনারি অন্য হতো। এতে লাভবান তারেক এর চেয়ে বেশী হতো জামাতি চাপাতি! কেমনে জানেন? এক সময় তারেক কে খেয়ে দিত। ব্যাস! পুরা বাংলার মসনদে জামাত! কি সুন্দর পরিকল্পনা! কিন্তু শেখ হাসিনা বেঁচে যাওয়াতে সে পরিকল্পনাতে দাঁড়াইয়া মুতে দেয়া হলো। তবে ইহা স্বীকার করতে হবে শেখ হাসিনার ধৈর্য আছে। আইন কানুন মেনে সব গুলারে ঝুলিয়েছে। আওয়ামী লীগে কি ক্যাডার নাই? আছে চাইলেই কত কিছু করে ফেলা যেত এদিক দিয়ে আওয়ামী লীগ, বি এন, পি, জামাতি চাপাতির চেয়ে উত্তম !
আজকে এসব লিখার কারণ খবর শুনছিলাম তাতে খবর পাইলাম Looking for শত্রুজ বাবর এর ৮ বছর এর কারাদণ্ড লগে আরো কিছু। আহ! এই বাবর মিয়া চুলে জেলফ্যাল লাগাইয়া কত তামাশাই না করছে আর আজ কই? অথচ বাবর এর গুরু লন্ডনে শীতের রাইতে বউ জড়াইয়া ধইরা শুইয়া কত মউজ মাস্তিতে আছে! আইল রে নয়া দামান শোনে! শোনে কি না জানি না অনুমান করছি আর কি!
বাংলাদেশে যত গুলি রাজনৈতিক দল আছে তারমধ্যে সবচেয়ে বাজে দল বা নিকৃষ্ট দল হচ্ছে জামাত! কেন তা বলছি। অন্য দল গুলি অন্তত নিজেদের পরিষ্কার রাখছে কিন্তু জামাত বারবার ইসলাম কে সামনে এনে পিছন দিক থেকে জঘন্য রাজনীতি করে। ৭১ ছাড়া ও যার উদাহরণ মেলা আছে। এরা ধর্মকে ব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এদের উদ্দেশ্য পরিষ্কার বাংলাদেশকে আফগান বা পাকিস্তান বানানো।
সবচেয়ে মজা লাগে যখন কোন জামাতি চাপাতি বলে " আওয়ামী লীগ ক্ষমতায় আছে ভারতের কারনে! " তখন মনডা চায় ছিঁড়া জুতা দিয়া পিটাই। তারা এত ইসলাম জানে এ জানে না রাজত্ব দান করেন আল্লাহ এবং কেড়ে নিয়ে যান আল্লাহ। তাদের আল্লাহতে ভরসা কম ভরসা করে ভারত! তাই মাঝেমধ্যে বি এন পি কে ভারত মুখী করতে নানান পায়তারা করে বা ফোর্স করে।
এদের আরও একটা চরম ভণ্ডামি হলো এদের দলীয় লোগো! আওয়ামী লীগের আছে নৌকা, বি এন পির ধানের শীষ, জাতীয় পার্টির লাঙল আর এরা করছে কি? আল্লাহ লিখছে আল্লাহ লিখার উপর একটা দাঁড়িপাল্লা ঝুলায় দিছে। কোরান হাদিসে কই আছে এমন কিছু? যে আল্লাহ কোরান পাঠাইছে তার কোথাও তো এমন আল্লাহ লিখা নাই যার উপর কি না দাঁড়িপাল্লা! মানে কি কমু।

এদের পিছনে কত মানুষ হাঁটে দৌড়ায়! ৭১ ভুলে যায়। এদের দলের একটা নীতি হলো দুনিয়ার যেখানে যে থাকুক সদস্য হলে প্রতি মাসে চাঁদা দিতে হবে বা দিতে বাধ্য! এদের টাকা আরব রাষ্ট্র, ইউরোপ, আমেরিকা থেকে পর্যন্ত আসে। শেষ করছি একটা প্রশ্ন রেখে আপনার কি মনে হয় এরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আছে?
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




