
হুমায়ুন আজাদ বলেছিলেনঃ "মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপদজনক! "
আসলেই তাই! খবরে দেখলাম ইকবাল নামের একজন ব্যক্তি পবিত্র কুরআন মুর্তির কাছে রেখে চলে আসছে। নামে তো মুসলিম ! এখন কি কইবেন?
খুব তো হিন্দু ভাইদের মারলেন। ঘর-বাড়ি ভাংচুর করলেন। আবালের দল বাতাস পাইলেই ছুটে। বুঝতে চেষ্টা করে না কুবাতাস! না, সুবাতাস! আবার কেউ কেউ আন্তর্জাতিক চক্র জড়িত আছে বলে দাবি করছে। যত্তসব!
যদিও পরিবার এর দাবি ইকবাল নেশাখোর! এখন পুলিশের উচিত দ্রুত এই জানোয়ার কে গ্রেফতার করা এবং কে ওকে এসব করতে বলেছে জলদি বের করা।
এর এমন বিচার করা উচিত যাতে কেউ আর এমন কাজ করতে না পারে। ব্যাপারটা হাসি তামাশার বিষয় না। যতদুর ধারণা করছি সেই এলাকার পরিচিত কেউ করিয়েছে। হয়তো কিছু ইয়াবা ধরায় দিছে আর হালার পুতে এই আকাম করছে। নেশাখোর কখনো কোন ধর্মের আওতায় পড়ে না।
বাংলাদেশে এ সম্ভব একজন নেশাখোর বা রাস্তায় সারা জীবন কাটিয়ে দেয়া মানুষ। যাদের নাম দিয়েছি আমরা টোকাই! এদের টাকা দিয়ে যা কিছু করতে পারে রাজনীতি দল গুলি। ইহা সত্য !
এইতো ১৩/১৪ সালে বি এন পির জ্বালাও পোড়াও আন্দোলনের সময় যে সব খুনি বাসে , মিছিলে অথবা যে কোন পরিবহনে পেট্রোল বোম, ককটেল মেরেছে সেই সব খুনি বেশীরভাগ হয়তো ছিলেন ইকবাল গোত্রের অথবা ট্রেনিং দেয়া খুনি।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




