
ওস্তাদ ! খুব খেয়াল
ডাইনে চাইপা
বায়ে প্লাস্টিক !
হ্যাঁ,
ঘটনা পুরো সত্য
এ রাজ্যে বিশেষ একটা গোত্র বাদে
বাকিরা সকল প্লাস্টিক !
আলু, পটল, চিনি, নুন, চাউল, তেলের দাম
দফায় দফায় বাড়ে
শুধু আমাদের দাম বাড়ে না
মান বাড়ে না
আমাগো অনেক কিছুই আজকাল বাড়ে না
শেকড়ে থাকতেই ছেঁটে দেয়া হয়েছে
আমরা তো এ যুগে প্লাস্টিক !
যদিও দেখতে আশরাফুল মাখলুকাত
যদিও খেতে পারছি
শরীরের বর্জ্য যেকোন উপায়ে
বের করতে পারছি
স্বপ্ন বুনতে পারছি
পাশের বাড়ির একমাত্র সুন্দরী মেয়েকে নিয়ে
তামাক পুড়িয়ে রাত শেষে গান ধরছি
" তুমি যে আমার
ও গো তুমি যে আমার ! "
সুরুজ উঠলেই সেই প্লাস্টিক !
ওস্তাদ! খুব খেয়াল
ডান-বাম, উপর-নীচ সব খানে প্লাস্টিক
যারা সামাল কে ব্রেক !
২৫ ডিসেম্বর ২১।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



