
মুসলিম মুসলিম ভাই ভাই এই কথার ভিত্তি নাই ! কি এতদূর পইড়া চ্যাইতা গেছেন গা ! আসলে আপনারা কিছুই ধরে রাখতে পারেন না রাগ গোসসা, প্রেম, আদর, চুমু, চরিত্র, ধৈর্য্য এবং বীর্য ! মোসলমান পতনের মূল কারণ হচ্ছে উপর এর এই কারণ গুলি। আসলে আইজকা নানান কিসিমের প্যাঁচাল করমু আর কি !
এখন চলেন খোঁড়াখুঁড়ি করি মানে উত্তর খোঁজার চেষ্টা করি। এই যে প্রায় ১.৭ মিলিয়ন ইউক্রেনী নিজের দেশ ছেড়ে চলে আসছে এদের কিন্তু ঠিকই পাশের রাষ্ট্র গুলি আশ্রয় দিচ্ছে। ইউরোপ আমেরিকা সহ সবাই বিশাল অংকের ফান্ড ইউক্রেনীদের জন্য মজুদ করছে বা দিচ্ছে ।
এখন আসি অন্য প্রসংগে এই যে আফগান এত ইসলামি চেতনা নিয়ে আছে। এরা এখন নিজেদের সন্তান এবং শরীরের কিডনি বিক্রি করে কোনমতে খেয়ে আছে। তা কয়টা মুসলিম দেশ এদের কে বিশাল অংকের টাকার যোগান দেয়ার চেষ্টা করছে ?এমন করে আর কয়দিন চললে আফগান পুরুষ রা কি হবে জানি না মেয়েরা হবে বোরকা পড়া খানকি !
এবার নিজের দেশ দেখি এই যে দেশের নেতাগন এত উন্নতির কথা বলে। অথচ খবরে দেখি ক্রেতা তেল চুরি করে পালাইছে ! একটা কার্টুন দেখলাম তাতে একজন এক ভিক্ষুক কে জিজ্ঞেস করছে তোমাদের না বার্ষিক আয় ২৫০০ ডলার তাইলে ভিক্ষা কর কে ? ভিক্ষুকের উত্তর ট্যাহা তো স্যার আমেরিকা আর সুইস ব্যাংকে !
দেশে কত বিপদ আসে মানে ধরেন সিডর আসে আরো কত বান তুফান, বন্যা। আর সবচেয়ে বেশী সাহায্য আসে সেই বিধর্মী দেশ থাইকা আর আরব থেকে আসে বিস্কুট, উট দুম্মার গোস্ত, খেজুর এইসব ! এই যে রোহিঙ্গায় দেশ ভরে গেছে তা মুসলিম দেশ গুলি কয়জন রোহিঙ্গা নিছে ? এখন আমাদের মাথা বিষের কারণ হয়ে দাঁড়াইছে ! অথচ দেশের হুজুর গন ননমুসলিম দের কাফের দোজখি ইসলামের শত্রু ইত্যাদি বলে তাও মাইক লাগাইয়া জোরেশোরে !
দেশের বড় বড় বিপদে এই আলেম সম্প্রদায় কতদূর সাহায্য করে ? আছে খালি গরীব মাদ্রাসার কচি ছেলেদের ঘেটু পুত্র কমলা করার ধান্ধায় !
একটু পিছনে যাই সেই ৮৮ সালের বন্যার সময় যে সাহায্য দেশে এসেছিল তার কতদূর ক্ষতিগ্রস্তগন পাইছে ? অথচ আমার পরিচিত এক সরকারি কর্মচারী সেই ছোটলোক রিলিফ মেরে শ্যাওড়া পাড়ায় জমিন কিনে ফেলেছেন। নিজের চোখে এমন অকাম দেখেছি। আসলে যত প্রাকৃতিক দুর্যোগ হবে তত আমলা কামলা সরকারি কর্মচারী আর নেতাদের পকেট ভরবে। এই হলো মুসলিমের চরিত্র !
একবার খবরে পড়ছিলাম এক জাপান দেশ ৩০০ থেকে ৪০০ কোটি ডলার বাংলাদেশকে সাহায্য করছে । জাপান কি মুসলিম দেশ ? এরপরেও হুজুর সম্প্রদায় বলবে, বিধর্মী আল্লাহর দুশমন ! হালার পুতেরা গলাবাজি বর্তমানে মাগীবাজীতে ও নাম লিখাচ্ছে! এই হালার পুতেরা লেবাসধারী আল্লাহর দুশমন ! সত্যি বলতে কি যদি এসব ননমুসলিম খালি যদি একবার কালিমা পড়ে একটু আকটু ইবাদত করতো মানে ইসলাম মতন চলতো তাইলে মনে হয় জান্নাতুল ফেরদৌস পাইয়া যাইতো !
কারণ এই ননমুসলিম গন কথায় কথায় মিথ্যে বলে না। কারো মাথায় বেহুদা বাড়ি দেয়না। যতদুর পারে সাহায্য করে কাউরে অযথা বাঁশ দেয় না, ঘুষ খায়না । বিদেশের কয়টা অফিসে পাবেন ঘুষখোর অথচ দেশে টাকা থাকলে পাসপোর্ট পর্যন্ত বানায় ফেলে রোহিঙ্গারা আর কাদের সাহেব কয় " মাসুদ তুমি ভালা হইলা না ! "
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



