
দিবে কবে সাড়া ?
কবে দিবে নাড়া ?
ভেতর ঘরে কি কিছুই মজুদ নেই ?
একদম শুণ্যতায় ঠাসা ?
ঘরে ফেরার
দিবে কবে তাড়া ?
সিগারেটের ধোঁয়া
জানালার ফাঁক দিয়ে বহুদূরে
এখন উঠে গেছে উপরে
কবিতার বই গুলিতে গোটা জন্মের খিদা
মান্না দে সেই যে দরদ দিয়ে গেয়ে চলেছে
" দ্বীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বলল না "
খোয়াব গুলি একপেশে
প্রেম না পেয়ে লজ্জায় ন্যাড়া
রাত কাটে এ পাশ ও পাশ ফিরে
হতচ্ছাড়া দূরে যেয়ে মর
বিছানা, চাঁদর এরম খিস্তি করে !
শরীর তো চারশ চল্লিশ বিদ্যুৎ !
এক দাবিতে আজ পথে নেমেছে
একটু এসো কাছে
কিছুটা যাই দূরে
কিছুক্ষণ মিলিত হোক চার চোখ
কিছুতো হোক
কিছুতো হোক
এখনো যে অপেক্ষায় খাড়া
উপোষী চার ঠোঁট !
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




