
এ সমাজের নোংরামির গল্প কথা যা খুব জোরেশোরে এগিয়ে যাচ্ছে।
শিকড় সহ উপরে ফেলা ও তো যাচ্ছে না।
পথ আছে পথিক আছে কিন্তু নাই সঠিক রাস্তা !
সত্য ন্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে
অথবা
পেরেক ঠোকা যীশুর মতন লটকে আছে।
মুখে কোন কথা নাই শুধু চিহ্ন রেখে যাচ্ছে
রক্তের স্রোত আছে
আছে তীব্র ক্ষত আর ক্ষরণ।
জানি,
এসব কবিতা তোমাদের অত টানে না
কিন্তু শরীর নিয়া খেলতে তোমরা বেশ পটু।
এ খুব সত্যি !
এইজন্য কেউ কেউ হয়তো তোমাদের পছন্দ করে কেউ একদম না।
শরীর মিললেও ভেতরে একটা খা খা হলুদ রোদ্দুর ঠিকই ঘুরেফিরে আসে।
আসলে এ শতাব্দীতে শরীর আর অর্থ মুখ্য।
ওসব প্রেম কিতাবে সোশ্যাল মিডিয়ায় ঠাসা সীমাবদ্ধ।
কিন্তু আমি তো জানি,
প্রেমের খিদা মরে না কোনদিন
আজও আমাকে মাইরা খাইল শালার প্রেম চু*মারানি !
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




