
আজকাল বহু পুরুষ মুখে না বলুক কিন্তু অন্তরে তাদের নাকি ঠিকই বাজে " বউ চাই দ্বীনদার সেক্সি ফিগার এর কচি বয়সের মেয়ে ! "
এ পাওয়ার আশায় হারাম হালাল কেউ মানছে না। কারণ পয়সা পাত্তি থাকলে মেয়ে মানুষ নাকি সহজে পটে ! আর যাদের মেলা পয়সা পাত্তি আছে তারা কচি সুন্দরী নারীদের নিজেদের শরীর এর খিদা মিটাতে দামী ফ্লাট গাড়ি দিয়ে পুষতে থাকে।
সমাজে ইহা একটি ব্যাধির মতন ঝেঁকে বসেছে। এর থেকে সমাজ আর কোনদিন বের হতে পারবে কি না সন্দেহ। সামনে আলু পটল থেকে অন্যান্য জিনিসের দাম যেভাবে বাড়ছে তাতে মানুষ পাগল হয়ে যাচ্ছে। এর মাঝে গরীব এর ছেলের স্বপ্ন পাড়ার মেয়ে সুন্দরী সেক্সি জরিনা থাকলেও হাতে আর আসছে না। শুধু অন্য উপায়ে মনকে শান্তনা দেওয়া ছাড়া উপায় নাই। ওদিকে হুনুমানের বয়স শেষের দিকে কিন্তু পয়সার জোরে জরিনাকে ঠিকই পেয়ে যাচ্ছে। ভরসা নাকি কলিকাতা হারবাল !
যাদের পয়সা পাত্তি আছে তারা রাজনীতির সাথে যুক্ত। এরা উহার মাধ্যমে আরও পয়সা পাত্তি কামাই করে। আমার এলাকায় দেখছি নতুন নতুন বাড়ি বাড়ছে গাড়ি বাড়ছে সাথে সাথে এ দেখছি গরীব ও বাড়ছে। যাদের সম্পদ বাড়ছে তারা কোন না কোন রাজনীতি নেতার সাথে লিংক রাখছে। আমাদের দেশে বড় বড় রুই কাতলা হাংগর তিমির সাথে লিংক না থাকলে নাকি জীবনের কিছুই হয়না ইহা কিন্তু শতভাগ খাঁটি সুরেষ সরিষার তেলের মতন।
একটু রাজনীতিক খুরচা আলাপ সেরে নিলাম আর কি যা আমাদের রক্তের সাথে মিশে গেছে। এ আলাপ ছাড়া কোন আড্ডা জমেই না। আমার এক দোস্ত কিছুই পায় নাই জীবনে। জরিনা থেকে টাকা ! তাই খিস্তি দিয়া কয় " খানকির রাজনীতি করলেই ভালো হতো এতদিনে কোটি থেকে জরিনার পতি বনে যেতাম ! " আমার হাসি আটকাইয়া রাখি কারণ কারো বিপদে হাসা বারণ ।
যাক ছিলাম পুরুষের শুধু নারীর শরীর মুখ্য ভেতরে যে একটা মানুষ থাকে উহা কেন উহ্য ? নারীদের শুধু পুরুষের সম্পদ অর্থ মুখ্য ভেতরে যে একটা পুরুষ হৃদয় থাকে উহা কেন উহ্য ? জবাব কে দিবে? কে? কে? কে? হা হা হা....
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



